চাকরিতে Soft Skills বনাম Hard Skills: কোনটা বেশি দরকার?

চাকরি করতে গেলে শুধু ডিগ্রি বা সার্টিফিকেট থাকলেই হয় না, দরকার সঠিক দক্ষতা। অনেকেই ভাবেন Soft Skills আর Hard Skills এর মধ্যে কোনটা বেশি দরকার? আসলে চাকরির জন্য দুটোই গুরুত্বপূর্ণ, তবে সময় ও পরিস্থিতি অনুযায়ী এর ব্যবহার আলাদা।

Hard Skills কী?
Hard Skills হলো নির্দিষ্ট কাজ করার টেকনিক্যাল দক্ষতা। যেমন: কম্পিউটার চালানো, প্রোগ্রামিং, অ্যাকাউন্টিং, গ্রাফিক ডিজাইন, বিদেশি ভাষা জানা ইত্যাদি। এগুলো প্রশিক্ষণ বা পড়াশোনার মাধ্যমে শেখা যায় এবং সহজে পরীক্ষা করা যায়।

Soft Skills কী?
Soft Skills হলো মানুষের সাথে মিশে কাজ করার ব্যক্তিগত গুণাবলি। যেমন: যোগাযোগ দক্ষতা, টিমওয়ার্ক, নেতৃত্ব, সমস্যা সমাধান, সময় ম্যানেজমেন্ট ইত্যাদি। এগুলো সরাসরি শেখানো যায় না, কিন্তু চর্চা করলে উন্নত করা যায়।

চাকরিতে কোনটা বেশি দরকার?
চাকরি পাওয়ার সময়: Hard Skills বেশি গুরুত্বপূর্ণ। নিয়োগকর্তা আগে দেখেন আপনি কাজটি জানেন কি না।
চাকরিতে টিকে থাকার সময়: Soft Skills বেশি দরকার হয়। সহকর্মীদের সাথে ভালোভাবে কাজ করতে না পারলে ক্যারিয়ারে উন্নতি হয় না।

বাস্তব উদাহরণঃ
একজন ভালো প্রোগ্রামার চাকরি পেয়ে গেলেন (Hard Skill এর কারণে)। কিন্তু যদি তিনি টিমে কাজ করতে না পারেন বা যোগাযোগে দুর্বল হন (Soft Skill এর অভাব), তাহলে তার সাফল্য বেশি দিন টিকবে না। আবার যার Soft Skills ভালো, তিনি সহজে নতুন Hard Skills শিখে নিতে পারেন।

এক কথায় চাকরি পেতে Hard Skills দরকার, আর ক্যারিয়ারে উন্নতি করতে Soft Skills দরকার। তাই নিজের ক্যারিয়ার গড়তে হলে দুই দিকেই মনোযোগ দেওয়া জরুরি।

প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা পেতে MCQ Bank BD অ্যাপটি ব্যবহার করতে পারেন।

বাংলাদেশের সরকারি চাকরির খবর পেতে ভিজিট করুন Government Job News ।

আমাদের সম্পর্কে

বাংলাদেশের চাকরিপ্রার্থীরা যেন কম খরচে একটি অ্যাপ থেকে দেশের সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, সেই লক্ষ্যেই MCQ Bank BD অ্যাপের উন্নয়ন চলছে।


আমাদের পণ্য সমূহ

MCQ Bank BD App



যোগাযোগ

MCQ Bank BD Facebook

© 2025 Copyright: MCQBankBD.Com