শিক্ষক নিবন্ধন পরীক্ষার মতো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকেই একা একা পড়াশোনা করেন। আবার অনেকে গ্রুপ স্টাডি করে প্রস্তুতি নেন। এখন প্রশ্ন হলো গ্রুপ স্টাডি কি সত্যিই কার্যকর? আসলে এর কিছু সুবিধা আছে, আবার কিছু সীমাবদ্ধতাও আছে।
গ্রুপ স্টাডির সুবিধাঃ
১. কঠিন বিষয় সহজে বোঝা যায়
যে বিষয়টা আপনি ভালো বুঝতে পারেননি, সেটা হয়তো আপনার বন্ধু খুব সহজে বুঝিয়ে দিতে পারে। এতে সময় বাঁচে এবং ধারণা পরিষ্কার হয়।
২. জ্ঞান বিনিময়ের সুযোগ
গ্রুপে আলোচনা করলে একে অপরের জ্ঞান বাড়ে। অনেক সময় এমন তথ্য পাওয়া যায় যা একা পড়লে হয়তো জানা সম্ভব হতো না।
৩. মোটিভেশন ধরে রাখা
একসাথে পড়াশোনা করলে আলস্য বা হাল ছেড়ে দেওয়ার প্রবণতা কমে যায়। সবাইকে দেখে পড়ার আগ্রহ বাড়ে।
৪. পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ তৈরি করা
গ্রুপে প্রশ্ন করে বা ছোট পরীক্ষা নিয়ে অনুশীলন করলে আসল পরীক্ষার মতো পরিবেশ তৈরি হয়। এতে প্রস্তুতি আরও শক্ত হয়।
গ্রুপ স্টাডির সীমাবদ্ধতাঃ
১. মনোযোগে বিঘ্ন
গ্রুপে সবসময় পড়াশোনা হয় না। অনেক সময় আড্ডা বা অপ্রয়োজনীয় আলোচনা শুরু হয়ে যায়, ফলে পড়াশোনার ক্ষতি হয়।
২. সবার গতি এক হয় না
কারও পড়ার গতি বেশি, কারও কম। এতে অনেক সময় একে অপরের সাথে তাল মেলাতে সমস্যা হয়।
৩. নির্ভরশীলতা বাড়ে
গ্রুপে পড়তে গিয়ে অনেক সময় নিজের চেষ্টার বদলে শুধু অন্যদের উপর নির্ভর করার প্রবণতা তৈরি হয়।
গ্রুপ স্টাডি কার্যকর করার টিপসঃ
একই লক্ষ্য ও সিরিয়াস মনোভাবের বন্ধুদের নিয়ে গ্রুপ তৈরি করুন।
প্রতিদিন বা সপ্তাহে নির্দিষ্ট সময় গ্রুপ স্টাডির জন্য ঠিক করুন।
আগে থেকে টপিক ঠিক করে নিন—আজ কোন বিষয় পড়বেন বা আলোচনা করবেন।
আলোচনা শেষে ছোট কুইজ বা প্রশ্নোত্তর পর্ব রাখুন।
অপ্রয়োজনীয় গল্পগুজব এড়িয়ে চলুন।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিতে গ্রুপ স্টাডি সঠিকভাবে ব্যবহার করলে খুব কার্যকর হতে পারে। তবে এটি যেন সময় নষ্ট করার জায়গায় পরিণত না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। সবচেয়ে ভালো হয় যদি গ্রুপ স্টাডির পাশাপাশি নিজের ব্যক্তিগত পড়াশোনাকেও সমান গুরুত্ব দেওয়া যায়।
শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে থাকতে MCQ Bank BD অ্যাপ ব্যবহার করতে পারেন।
বাংলাদেশের সরকারি চাকরির খবর জানতে ভিজিট করুন Government Job News ।